• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

গৌরনদীতে সরিষার বাম্পার ফলনে লাভবানের আসায় এবার চাষিরা

  • ''
  • প্রকাশিত ২৮ জানুয়ারি ২০২৪

নিজস্ব প্রতিনিধি: 

এবার অল্প শ্রম আর স্বল্প খরচে অধিক মুনাফা হওয়ায় দিন দিন সরিষার আবাদ বাড়ছে বরিশাল জেলার গৌরনদী উপজেলায়। আবহাওয়া অনুকূল এবং সঠিক পরিচর্যায় সরিষার ফলন ও ভালো হয়েছে । অল্প সময়ে সরিষার বাম্পার ফলনে চলতি মৌসুমে বেশ লাভবান হবে গৌরনদী উপজেলার সরিষা চাষিরা।

গৌররনদী উপজেলার সাতটি ইউনিয়নে প্রতিটিতেই কমবেশি আবাদ হয়েছে সরিষার। তবে খাঞ্জাপুর, বার্থী ও মাহিলাড়া ইউয়নের, সরিষার আবাদ সবচেয়ে বেশি হয়েছে । অনুকূল আবহাওয়ায় সরিষার ফলন ঘরে তুলে একই জমিতে করবেন ধান চাষ। উপজেলার কৃষি অফিস তথ্যমতে, চলতি মৌসুমে পুরো উপজেলায় প্রায় ৫৬০ হেক্টর জমিতে আবাদ হয়েছে সরিষার।

গত মৌসুমে সরিষা আবাদের পরিমাণ ছিলো ৬৭৪ হেক্টর জমিতে। কৃষকের পছন্দ অনুযায়ী বিভিন্ন জাতের সরিষার আবাদ হলেও টরি ৭, বারি ১৪, বীনা ৯ এবং বীনা ১৪ জাতের সরিষার আবাদ সবচেয়ে বেশি হয়েছে। গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ জানান, চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে । বিঘা প্রতি মাত্র ছয় থেকে সাড়ে সাত হাজার টাকা খরচ করে ৫ থেকে ৬ মণ করে সরিষার ফলন পাচ্ছেন চাষিরা। এতে করে অল্প খরচে বেশ লাভবান হবেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরিষা চাষিরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads